স্লোগান
কিছু এলোমেলো ভাবনা লেখার সমীকরণে বন্দি,
লেখার পাহাড় জন্মে আর সমীকরণ হয় কঠিনতর,
উপেক্ষিত পিছুটান , উপেক্ষিত সময়ের দুরভিসন্ধি,
সময়ের সাথে পাল্টে যায় জীবনের স্লোগান, চিরতরে,
যেমন, 'I shall overcome' আর রইলো 'একলা চলো রে'।।
ছন্দ না মিলিয়ে ছন্নছাড়া থাকুক গদ্যময় লেখনী,
একাকীত্ব হোক দোসর আমার, পরাজিত হতে শিখিনি।।
©uddipan
uddipan
sapiosexual escapist melancholy-maniac insomniac vagabond
-
uddipan 19w
-
uddipan 21w
বিদায় তোমায় বহরমপুর, এ এক অধ্যায়ের অবসান,
বহু স্মৃতি বিজড়িত এই শহর আর আমার উপাখ্যান,
আর হয়তো হবেনা আসা, ফিরতে ও আর চায়না মন,
ভুলে যেও , ভুলে থেকো আমায়, আমার স্থান অবচেতন,
সময়ে শহর আবার ঢেকে যাবে তার সুনিশ্চিত কুয়াশায়,
স্বর্ণময়ীর লাল বিল্ডিংটা থাকবে ব্যস্ত, লোকের আনাগোনায়,
হাজার দুয়ারী এক্সপ্রেস ছুটবে তার চিরাচরিত আঙিনায়,
শুধু এই শহর থাকবে আমার তিক্ত অন্তরঙ্গতায়।।
©uddipan -
uddipan 30w
কেউ হাতে চুড়ি পরে মুজরা করতে ব্যস্ত,
কেউ আবার ক্ষমতার অপব্যবহারে মত্ত,
কেউ আবার সেই উলঙ্গ রাজার প্রজাদের মতো,
মনোরঞ্জনে মত্ত কিংবা স্বল্প জ্ঞানে অতিরঞ্জিত।
অযোগ্যদের ভীড়ে যোগ্যতা প্রতিষ্টার লড়াই শুধুই বৃথা চেষ্টা,
এ যেন হীরক রাজ্য, দুর্নীতি রোমাঞ্চিত কৌশলীর পৃষ্টপোষকতা।
©uddipan -
uddipan 53w
বিদগ্ধ নগরীর ছাই চাপা আগুনে,
বিচার খোঁজো রাজনৈতিক সমীকরণে।
নেপথ্যে ঠান্ডা যুদ্ধ গণতন্ত্র রক্ষার,
শাসক বিরোধী শুধুই আপেক্ষিক, সবাইকে ধিক্কার।।
©uddipan -
uddipan 60w
Entice me to embrace your warmth
©uddipan -
uddipan 92w
ক্ষনিকের রেশ কাটেনি এখনো, তোমার মানুষ তো ছিল বেপাত্তা,
সহজলভ্যতার মূল্যায়ন নষ্ট, আমি কি করে পাবো তোমার পাত্তা??
ইতিবাচক সমীকরণে নেতিবাচক প্রতিবর্ত, তুমি কি উদাসীন ?
তোমার সেচ্ছাচারিতায়, বেশ কিছু চাওয়া পাওয়া আজও পরাধীন।।
©uddipan -
uddipan 100w
আশা
হারিয়ে ফেলেছি তোমায় আর আমার লেখার ছন্দ,
তোমার জীবনের বিতর্ক অধ্যায় আমি, কিছুটা অসমাপ্ত,
ফিরে দেখো না আর, ভুলে থেকো যেটা ছিল অভিশপ্ত,
এগিয়ে যেও, তোমার পরিপূর্ণতায় খুঁজবো আমার আনন্দ।।
©uddipan
14-09-2020 -
uddipan 106w
শেষের কবিতা
ভালো থেকো কবিতা বন্দি পুরোনো ভালোবাসা,
আমৃত্যু বেঁচে থাক আমাদের স্মৃতি আর পুরোনো কথা,
দিনান্তে কখনও মনে পড়লে, সান্তনা দিও মনকে,
শেষের কবিতাতেও মিতা হারিয়েছিল তার বন্যাকে।।
©uddipan
02/08/2020 -
uddipan 106w
পরাজিত
অবহেলিত স্বপ্ন , সংশয় তোমার বিভ্রান্তিকর,
বর্তমান হঠাৎ থমকে গিয়ে জানায় ধিক্কার,
আজ আমার সব মেনে নেওয়াই শ্রেয় ,
অধিকারের লড়াইয়ে পরাজিত,ব্যর্থ
পথের দাবি হারিয়েছে, নেই কোনো পাথেয়
বিদায় নেওয়াই আজ আমার জন্য শ্রেয়,
শুধু পরে থাক তুমি আর তোমার স্বার্থ।
©uddipan
02/08/2020 -
uddipan 107w
অজানা
কাব্য আর নয়, এবার গদ্যে হোক শেষের কিছু কথা,
আজও জানতে খুব ইচ্ছুক, সত্যি কি ভালোবেসে ছিলে?
পুরোনো ভালোবাসায় ছিলে তুমি আছন্ন, সে তোমার রূপকথা
আমি ছিলাম উপলক্ষ মাত্র, কি ভাবে বাসলে আমায় ভালো ?
©uddipan
